প্রোজেক্ট ম্যানেজমেন্ট কি? | প্রজেক্ট কাকে বলে?
প্রজেক্ট কথাটি এখন প্রায়ই শোনা যাচ্ছে। আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এ ধরনের নির্মাণ কাজগুলোকে নির্মাণাধীন অবস্থায় প্রজেক্ট বলা হত।
ধরা যাক, একজন ব্যক্তি সিদ্ধান্ত নিল সে একটি বাড়ি বানাবেন।
ক) উনার চাহিদা নিম্নরূপ:
"
পাচ কাঠা জায়গায় আড়াই কাঠার একটি একটি ছয় তলা বাড়ি যাতে নিচতলায় থাকবে পার্কিং ও অন্যান্য সুবিধাসমুহ, দোতলা থেকে ছয় তোলা পর্যন্ত হবে বাসা এবং ছাদটি বাগান করার উপযোগী হবে।
প্রতিটি বাসায় হবে তিন বেডরুম এবং ৪টি ওয়াশরুম , একটি ড্রয়িং, ডাইনিং, বারান্দা, কিচেণ ও অন্যান্য।
"
খ) ভদ্রলোক সব একটি ডায়েরিতে এগুলো লিখে ফেললেন।
গ) উনি কখন কতটাকা এই কাজের জন্য সংস্থান করতে পারবেন তারও একটি শিডিউল তৈরি করলেন।
ঘ) বাড়ি বানানোর কাজ শুরু করার জন্য উনাকে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করলেন। তালিকাটি নিম্নরুপঃ
১. বাড়ি করার জন্য সরকারি অফিস সমূহ থেকে কি কি অনুমোদন লাগবে তা জানতে হবে।
২. বাড়ি যারা ডিজাইন করে তাদের একজনকে তার বাড়িটা যেভাবে বানাতে চায় অর্থাৎ কয়টি রুম হবে, কয় তলা হবে ইত্যাদি জানাতে হবে।
৩. বাড়ি বানানোর জন্য যে সকল মালপত্র লাগবে সেগুলোর দাম জানতে হবে।
৪. বাড়ির কাজ তদারকির জন্য একজন সার্বক্ষণিক লোক নিয়োগ দেওয়া লাগবে।
৫. বাড়ি বানানোর জন্য কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে তা জানতে হবে।