হোম/ প্রজেক্ট/ প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাথমিক ধারণা
প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাথমিক ধারণা
প্রোজেক্ট ম্যানেজমেন্ট যে সকল বিষয় নিয়ে কাজ করে তা হচ্ছে নির্মাণ সামগ্রি, যন্ত্রপাতি, নির্মাণ কাজ, স্বাস্থ্য সুরক্ষা , নির্মাণ শ্রমিক এবং পরিবেশ নিয়ে সরাসরি কাজ করা। নির্মাণ কাজ করার জন্য অবশ্যই একটি অনুমদিত ড্রয়িং লাগে। নির্মাণ সাইটে সকল কাজ সম্পন্ন করার জন্য থাকবে অনুমোদিত ড্রয়িং এবং কাজের নির্দেশিকা সম্বলিত ওয়ার্ক ম্যানুয়াল। এই সকল ডকুমেন্টস হেড অফিস সরবরাহ করবে। প্রোজেক্ট চালানোর জন্য বেশ কিছু স্টাফ প্রয়োজন, যেমন- ইঞ্জিনিয়ার, স্টোর কিপার, কিউরিং ম্যান, সিকিউরিটি গার্ড, সিভিল হেল্পার ইত্যাদি। এই সকল স্টাফ এর দায়িত্ব তার জব ডেসক্রিপসন অনুযায়ী মনিটর করা সাইট ইন চার্জ এর দায়িত্ব। ইলেক্ট্রিক্যাল এবং স্যানিটারি মালামালঃ এই মালামাল গুলি সব চাইতে সতর্কতার সহিত স্টোর রুমে রাখতে হবে কেননা এই মালামাল গুলি সাইট থেকে চুরি হয় বেশি। সাইজে ছোট হলেও এর এক এক পিস এর দাম অনেক টাকা হয়ে থাকে।
এই কোর্সে আপনি যা শিখবেন
প্রোজেক্ট ম্যানেজমেন্ট যে সকল বিষয় নিয়ে কাজ করে তা হচ্ছে নির্মাণ সামগ্রি, যন্ত্রপাতি, নির্মাণ কাজ, স্বাস্থ্য সুরক্ষা , নির্মাণ শ্রমিক এবং পরিবেশ নিয়ে সরাসরি কাজ করা। নির্মাণ কাজ করার জন্য অবশ্যই একটি অনুমদিত ড্রয়িং লাগে।
উল্লেখিত বিষয় গুলো নির্মাণ কাজ করার সময় একজন সাইট ইন চার্জ এর অবশ্যই করনিয়ঃ
- স্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।
- কাজের পূর্ব পরিকল্পনা করা।
- আন্ত ডিপার্টমেন্ট এবং স্তেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয় কাজে যোগাযোগ রক্ষা করা।
- নির্মাণ কাজ যথাযথত তদারকি করা।
- নির্মাণ সামগ্রি সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী প্রদান করা।
- সাইটে বিরোধ নিষ্পত্তি করা।
- প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা।
- কনট্রাক্টরের বিল প্রস্তুত করা
- সকল তথ্য রেকর্ড রাখা
সাইট সুপারভিশনঃ
নির্মাণ সাইটে সকল কাজ সম্পন্ন করার জন্য থাকবে অনুমোদিত ড্রয়িং এবং কাজের নির্দেশিকা সম্বলিত ওয়ার্ক ম্যানুয়াল। এই সকল ডকুমেন্টস হেড অফিস সরবরাহ করবে।
- সাইট ইঞ্জিনিয়ার সকল ড্রয়িং ভাল ভাবে স্টাডি করবে যদি কোন গরমিল পায় তবে দ্রুততার সহিত ডিজাইন সেকশন কে অবহিত করবে সিনিয়র ইঞ্জিনিয়ার এর মাধ্যমে।
- সাইটে নিয়োগপ্রাপ্ত কন্ট্রাক্টর তার কাজ বুজে নিবে এবং ড্রয়িং অনুযায়ী কাজ শুরু করবে।
- প্রতিটি কাজের একটা চেক লিস্ট থাকবে এবং চেক লিস্ট অনুযায়ী প্রতিটি কাজ চেক করতে হবে।
- সাইট ইন চার্জ কন্ট্রাক্টর থেকে কাজ বুজে নেবে ড্রয়িং অনুযায়ী।
saasd | asdasd | asdasd | fsdfsdf | wewerw |
f | f | y | fg | rt |
ff | gg | ttr | hj | tr |