PMI হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ ডেভেলপমেন্টের জন্যে আমেরিকার একটি অর্গানাইজেশন যার এলাবোরেশন হচ্ছে Project Management Institute. প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্যে এই PMI ফ্রেমওয়ার্ক সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। অনেকেই প্রজেক্টে কাজ করে থাকেন কিন্তু যেহেতু বাংলাদেশে PMI ফ্রেমওয়ার্ক ফলো করে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাক্টিস নেই বললেই চলে।